ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে ও গোমস্তাপুরে বজ্রপাতে কিশোর কিশোরীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় ১ জন আহত ও ২ টি মহিষও মারা যায়। নিহতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সাবানিয়া এলাকায় শরিফুল ইসলামের ছেলে আল-আমিন (১৪) ও ইসলামপুর ইউনিয়নের হরমার একরামুল হকের ছেলে রবিউল ইসলাম (৩০) ও গোমস্তাপুর উপজেলার নসিমন্দিনগর এলাকার নাজমুল হোসেনের মেয়ে শাহিদা খাতুন (১১)। জানাগেছে, ২৪ মে সোমবার দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের হরমা এলাকায় বাড়ির পাশে বেধে রাখা মহিষ আনতে গেলে বজ্রপাত হলে ঘটনাস্থলেই রবিউল ইসলাম নিহত হয়। এ সময় তার পিতাও গুরুতর আহত হয় এবং প্রায় ২ লাখ টাকা মূল্যর ২টি মহিষও মারা গেছে। অপর দিকে সুন্দরপুর ইউনিয়নের সাবানিয়া এলাকায় লিচু কুড়াতে গেলে বজ্রপাতে আল-আমিন নামে এক কিশোর নিহত হয়। সবশেষে গোমস্তাপুরে ২৪ মে দুপুর সাড়ে ৩ টার দিকে বাড়ির পাশে বজ্রপাত হলে ঘটনাস্থলেই শাহিদা নামে ১১ বছরের এক কিশোরী নিহত হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন জানান, দুপুরে মেঘ উঠলে বজ্রপাতে হতাহতের ঘটনাদুটি ঘটে। এসআই জালাল ও এসআই আবু হাসান ঘটনাস্থলে গেছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।