বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগ ও জাসদ ছাত্রলীগের পৃথক প্রতিষ্ঠাবার্ষিকী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৭১৭ বার পঠিত

পালিত ফয়সাল আজম অপু : বাংলাদেশ আওয়ামীলীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার দিনব্যাপী আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা গৌরবের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। সোমবার সকাল ৯ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সুচনা করা হয়। পতাকা উত্তোলনের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা ছাত্রলীগ। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ সরকারি কলেজে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শুরুর আগে দলীয় জেলা সভাপতি, সাধারন সম্পাদক ও সাবেক সভাপতি ও সাধারন সম্পাদকগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। জেলা ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলায় ছাত্রলীগের অতীত স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন, সাবেক জেলা সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাইদুর রহমান বেনু, আব্দুল হাই, গোলাম শাহনেওয়াজ অপু, আল মামুন, জিয়াউর রহমান তোতা, ফাইজার রহমান কনক, সাকিউল ইসলাম সাকিল এবং সাবেক সাধারন সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, জিয়াউর রহমান আরমান, শহীদুল হুদা অলক, গোলাপ হোসেনসহ অন্যরা। জেলা সাধারন সম্পাদক সাইফ জামান আনন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত সভা শেষে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাধারন সম্পাদক এবং প্রয়াত ছাত্রলীগ নেতাদের পরিবারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা সভাপতি ও সাধারন সম্পাদক। শেষে বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের এবং রাজনৈতিক অঙ্গনে নিহত দলীয় নেতা কর্মীদের আত্মার শান্তিকামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের আয়োজনে রক্তদান কর্মসুচী পালন ও বৃক্ষরোপণ করা হয়। অপরদিকে, বাংলাদেশ ছাত্র লীগ ( জাসদ) এর ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র লীগ (জাসদ) এক আনন্দ র‌্যালি ও আলোচনা সভা করেছে। সোমবার সকালে শহরের সাধারণ পাঠাগার থকেে একটি আনন্দ র্র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন শেষে একই স্থানে এসে আলোচনা সভা করে। জেলা পাঠাগারে জেলা ছাত্রলীগ (জাসদ) সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, কেন্দ্রীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর যুব জোটের সভাপতি শরিফুল ইসলাম সুজন, জেলা যুব জোটের সভাপতি তরিকুল ইসলাম, জেলা নারী জোটের সভাপতি শারমিন সুলতানা সুমা ও নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্র লীগ সভাপতি তনু খানসহ ছাত্র লীগ (জাসদ) জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com