মো.হারুন অর রশিদঃ চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল,ম্যাগজিন ও গুলি সহ মোঃ ডালিম (৩৮) নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।র্যাব-৫,সিপিসি-১,চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল আজ(২৪ এপ্রিল ) রাত ১.৩০ মিনিটে জেলার শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের লস্করপুর (বাটামোড়) এলাকার জামে মসজিদের পাশে অভিযান চালিয়ে ২ টি বিদেশী পিস্তল,২ টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি সহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ডালিমকে হাতেনাতে আটক করে।আটক ডালিম জেলার শিবগঞ্জ থানার দাইপুকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর চগন্নাথপুর গ্রামের মোঃ তসলিম উদ্দিনের ছেলে।আটক ব্যক্তির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।