চাঁপাইনবাবগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ৬ মাস যাবৎ শারিরীক সম্পর্ক-বিয়ে করতে নারায প্রেমিক
রিপোর্টারের নাম
আপডেট টাইম :
বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
৩২০
বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : বিয়ের প্রলোভন দেখিয়ে ৬ মাস যাবৎ শারিরীক সম্পর্ক করে প্রেমিক প্রেমিকার অমিল। বিয়ে করতে নারায প্রেমিক। বিয়ের দাবীতে ১০ শ্রেনীর ছাত্রী আমিনা (১৬) একাদশ শ্রেনীতে পড়ুয়া মতিউর রহমানের ছেলে অন্তর (২০) এর বাড়িতে অনশন করছে। গত মঙ্গলবার (১৯ জানুয়ারী) সন্ধা থেকে অনশন করছে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বড় টাপ্পু গ্রামে।অনশন কারী প্রেমিকা আমিনা (১৬) শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর রিফুজিপাড়া এলাকার মুনিরুল ইসলামের মেয়ে। দশম শ্রেনী পড়ুয়া শিক্ষার্থী ও স্বর্ণলতা এনজিওর মাঠকর্মী।প্রেমিকা আমিনা (১৬) জানায়; বিয়ের করবে বলে আশ্বাস দিয়ে আমার সাথে শারিরীক সম্পর্ক করেছে। গত ৬মাস যাবৎ থেকে আমার সাথে এ কুকর্ম করেছে। আমার মোবাইলে অনেক প্রমান ছিলো। অন্তর আমার নিকট থেকে ফোন ছিনিয়ে নিয়ে সব ডিলেট করেছে। অন্তরের বাড়িতে ঢুকতে গেলে তার পরিবারের লোকজন আমার মারধোর করে বের করে দিয়েছে।এ ঘটনায় ছেলে বাবা মতিউর রহমান জানায়; আমার ছেলে যদি অনৈতিক কোন কাজ করে থাকে তাহলে তার বিয়ে দিবো। আগে প্রমান করতে হবে যে ঐ মেয়ে অন্তরার (১৬) সাথে আমার ছেলে অনৈতিক কাজ কাজ করেছে। শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাটি নিশ্চিত করে জানায়; এখন পর্যন্ত ছেলে ও মেয়ে পক্ষের কোন লোকজন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্হা গ্রহন করবো।