বিডি ঢাকা অনলাইন ডেস্ক
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহামনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল। বুধবার বিকেলে মিছিলটি দলীয় কর্যালয় থেকে বের হয়ে শহরের ফুড অফিস পর্যন্ত প্রদক্ষিন করে আবার একই স্থানে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি তবিউল ইসলাম তারিফ ও সদর উপজেলা যুবদলের আহŸয়ক আব্দুস সামাদ তালুকদার, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, ছাত্রনেতা মিজ ফজলে আজিমসহ অন্যরা। বক্তারা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহামনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির তিব্র প্রতিবাদ জানান এবং দলীয় নেতা-কর্মীদের আন্দোলন সংগ্রামে এগিয়ে আসার আহবান জানান।