বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে দুস্থদের মধ্যে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে রেটরো ফাউন্ডেশন। বুধবার সকাল ১০টায় জেলাশহরের স্বরূপনগরের (এতিমখানা রোড) রেটরো ফাউন্ডেশনের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন।
ঈদ উপহার হিসেবে রেটরো ফাউন্ডেশনের ১ হাজার দুস্থ সদস্যের মধ্যে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেনÑ রেটরো ফাউন্ডেশনের সভাপতি রিজিয়ানুল হক ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
ঈদ উপহার সামগ্রী বিতরণে আর্থিক সহায়তা দিয়েছে ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান রেটরো ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, চাঁপাইনবাবগঞ্জ।