বিডি ঢাকা অনলাইন ডেস্ক
কৃষকের নামে শস্যবীমা চালু ও ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা মণ দরে কৃষকের কাছ থেকে ধান ক্রয়, সারসহ সকল কৃষি উপকরণের দাম কমানো, প্রকৃত কৃষককে কৃষি কার্ড দেওয়া, কৃষি সেচে অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি চাঁপাইনবাবগঞ্জে কৃষকবন্ধন কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কৃষকবন্ধন করা হয়।
শনিবার বেলা ১১টা থেকে সদর উপজেলা পরিষদের সামনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী চলা
কৃষকবন্ধনে বক্তব্য দেনÑ বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির সহসভাপতি হাসান আলী, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কৃষকবন্ধু অধ্যাপক সাদিকুল, অ্যাডভোকেট আবু হাসিব ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র জেলা সভাপতি ইসরাইল সেন্টু।
বক্তারা বলেন, দেশের কৃষকের মুখে হাসি নেই, তারা ধানের দাম পাচ্ছেন না। আর সারসহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধিতে কৃষক আজ দিশেহারা। সরকার ভর্তুকি দিলেও তা প্রান্তিক কৃষক তার সুফল পাচ্ছে না। তারা কৃষক সমিতির দাবিগুলো মেনে নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।