বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জমজমাট আসর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৮ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে সম্পন্ন হয়েছে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জমজমাট আসর। শনিবার বিকেলে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদ, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ।
সমাপনী খেলায় ফুটবলে সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ১-০ গোলে নাচোল উপজেলার মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে জেলাপর্যায়ে চ্যাম্পিয়ন হয়। বালিকাদের ফুটবল খেলায় সদর উপজেলার মাসুদ উল হক ইনস্টিটিউট বনাম শিবগঞ্জ উপজেলার কানসাট উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে। এতে চ্যাম্পিয়ন হয় কানসাট উচ্চ বিদ্যালয়।
হ্যান্ডবলে বালক ও বালিকাদের খেলায় চ্যাম্পিয়ন হয় ভোলাহাট পোলাডাঙ্গা দীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয়। রানারআপ হয় গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ হাজি সদর আলী উচ্চ বিদ্যালয় ও নাচোল উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়। কাবাডিতে বালকদের খেলায় চ্যাম্পিয়ন হয় সদর উপজেলার নয়নশুকা আর কে উচ্চ বিদ্যালয় এবং বালিকায় গোমস্তাপুর উপজেলার সন্তোষপুর বালিকা উচ্চ বিদ্যালয়।
দাবায় বড় বালকদের খেলায় চ্যাম্পিয়ন হন রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের মো. শাহরিয়ার মিজান, মধ্যম বালকদের দাবায় গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের ইয়াসমীন সরকার। বড় বালিকাদের দাবায় চ্যাম্পিয়ন হন ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির ফাউজিয়া রহমান, মধ্যম বালিকাদের দাবায় রাজরামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের মোসা. আফসারা ফেরদৌস। এতে রানারআপ হন গোমস্তাপুর উপজেলার সন্তোষপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মোসা. সাদিয়া আকতার।
জেলাশহরের পুরাতন স্টেডিয়ামে গত ১৪ সেপ্টেম্বর জেলা শিক্ষা অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com