বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নির্মাণ করা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট। প্লান্টের ৮০০ স্কয়ার ফুটের একটি একতলা ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আব্দুল ওদুদ এমপি।
এই ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় কোটি টাকা। হাসপাতাল এলাকাতেই প্ল্যান্টটি নির্মাণ করা হচ্ছে। এটি উন্নতমানের মেশিনের সাহায্যে হাসপাতালের সকল বর্জ্য ধ্বংস করা হবে।
ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.এম. ইফতেখার মজিদসহ অন্যরা।
এ উপলক্ষে হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা অনুষ্ঠানে আব্দুল ওদুদ এমপি বলেন- আমরা আগে জানতাম না যে মেডিকেল কলেজ করতে হলে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল লাগবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ২৫০ শয্যার হাসপাতাল আমরা পেয়েছি। এখন আমাদের প্রয়োজন পারিপাশির্^ক পরিবেশ। সেটিরও ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হলো। আশা করছি, আমরা মেডিকেল কলেজ করতে পারব। এসময় তিনি আধুনিক কসাইখানার উদাহরণ টেনে বলেন- একশ্রেণির মানুষ শুধু সমালোচনা করেন। এটা নিয়েও হয়ত করবে। কিন্তু এই প্ল্যান্ট হবে অত্যাধুনিক। এখানে পরিবেশের কোনো ক্ষতি হবে না।
এ.এম. ইফতেখার মজিদ জানান, ভবনটি নির্মাণ করবে গণপূর্ত বিভাগ। আগামী ৬ মাসের মধ্যে এটির নির্মাণ কাজ শেষ হবার কথা রয়েছে। ভবনটি নির্মাণ হলে হাসপাতাল কর্তৃপক্ষ মেশিন স্থাপন করবে। তিনি জানান, মেশিনটি হবে অত্যাধুনিক এবং সম্পূর্ণ পরিবেশবান্ধব। খুব সহজেই হাসপাতালের সকল বর্জ্য ধ্বংস করে ফেলবে।