ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার দিবাগত ভোররাতে সেহরি রান্না করতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিমু আক্তার (৩০) নামে ২ সন্তানের ১ জননী নিহত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের বাবুর্চি রাজিব শেখের সহধর্মিণী। বর্তমানে জোড় বাগানের বাসিন্দা ছিলেন তারা। নিহত শিমুর দেবর আরিফ জানান, রমজানের রোজার জন্য প্রথম সেহরির রান্না করতে উঠে শিমু ভাবি বিদ্যুৎ এর প্লাগ (সংযোগ) দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। ঘরেই তার দু’ই সন্তান ছিলো। মাকে স্পর্শ করা মাত্র তারাও বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আহত হয়। ডিম ব্যবসায়ী আরিফ আরও জানান, ভাবিকে মসজিদপাড়া গোরস্থানে বুধবার দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।