ফয়সাল আজম অপু : কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় ধাপের লকডাউনের প্রথমদিন থেকে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। শুক্রবার (১৬ এপ্রিল) ভোর থেকে উপজেলা বিভিন্ন স্থানে লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হোসেন সরকার এর নেতৃত্বে প্রশাসন তৎপরতা চালাচ্ছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদর্শন করেন এবং এ সময় স্বাস্থ্যবিধি অমান্য ও বিনা প্রয়োজনে ঘুরাঘুরি করার কারণে অনেককে তাৎক্ষণিক গুণতে হচ্ছে জরিমানা৷ মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে যাত্রীদের বের হবার কারণ জিজ্ঞেস করা হচ্ছে। যেসব পেশার মানুষ জরুরি সেবার সাথে সম্পৃক্ত তাদের অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দিতে দেখা গেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, লকডাউন কার্যকর করতে সরকারের নির্দেশনা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে। কাউকে অপ্রয়োজনে ব ৃড়ির বাইরে আসতে দেয়া হচ্ছে না। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হোসেন সরকার জানান, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হওয়া যাবে না। লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন, পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে জরুরি প্রয়োজন ব্যতিত ঘর থেকে বাহির না হওয়াসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করা হচ্ছে বলে জানান তিনি। অপরদিকে, গ্রামের হাট বাজার গুলোয় লকডাউন না মানায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সচেতন মহল। পৌর এলাকার বটতলাহাটে বিকেল ৫ টার দিকে গিয়ে দেখা যায় ঢিলেঢালা ভাবে গরু ছাগল বিক্রি করতে। শহরের প্রতিটি মোড়ে পুলিশের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।