ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে ৪৬ দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার (৩১ মে) বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর বিল থেকে যুবকের লাশটি উদ্ধার করা হয়। লাশটি মাঝপাড়ার এলাকার মৃত আক্তার শেখের ছেলে সোহেলের (৩৬)। বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, গত ১৫ এপ্রিল আজাইপুর বিলে গোসল করতে গিয়ে বাড়ি ফিরে না আসলে ৯৯৯ কল দেয় তার পরিবারের লোকজন। তাৎক্ষণিক ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও রাজশাহীর ডুবুরী দল উপস্থিত হয়ে অনেক খোঁজাখুঁজির পরেও তার মরদেহ খুঁজে পায়নি। সোমবার (৩১ মে) বিলের কচুরিপানা পরিষ্কার করার সময় পরিচ্ছন্ন কর্মীরা তার মরদেহ দেখতে পেয়ে সদর থানা পুলিশকে জানায়। ওসি আরোও জানায়, দীর্ঘদিন থেকে মরদেহটি পানিতে থাকার কারনে মুখমন্ডল বিকৃত হয়ে নষ্ট হয়ে গেছে। লাশের কোমরে গামছা দেখে তার ভাই জহুরুল লাশ চিহ্নিত করে। কোন ধরনের ময়নাতদন্ত ছাড়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মোজাফফর হোসেন।