বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ সোমবার ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এ উপলক্ষে আলোচনা ও মিছিল অনুষ্ঠিত হয়। নিমতলাস্থ জেলা কার্যালয়ে কর্নেল তাহের সংসদের আলোচনা সভায় সভপতিত্ব করেন সংসদের সভাপতি নিয়ামুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু। বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয়
কমিটির সহ-সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা জাসদের সহ-সভাপতি আব্দুল হামিদ রুনু, উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শরিফ হোসেন, পৌর জাসদ সভাপতি গোলাম মোস্তফা সবুর, জেলা যুবজোট সভাপতি তরিকুল ইসলাম, পৌর যুবজোট সভাপতি গোলাম মোহাম্মদ শহিদ, জেলা জাসদের সদস্য হেলাল উদ্দিন, বাবর আলী,
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম।
এদিকে জেলা জাসদ ছাত্রলীগের উদ্যোগে মিছিল করে। মিছিলটি শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল মজিদ, জেল ছাত্রলীগের সভাপতি শামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন আকাশসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।