শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে যুক্ত হলো সিআর মেশিন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৩১৩ বার পঠিত
ফাহিম ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ চিকিৎসাসেবায় আরও একটি প্রাপ্তি- এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। সাথে সাথে এখানকার চিকিৎসা সেবাও দিনদিন আরও উন্নত ও অাধুনিক হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে আধুনিক সেবার মান বৃদ্ধিতেও কর্তৃপক্ষ রয়েছেন স্বচেষ্ট , নতুন নতুন অপারেশন মেশিন সংযোজন হচ্ছে। বাড়ছে রোগীর সংখ্যা। দিনরাত হাসপাতালের নার্স ডাক্তারসহ সকলে আন্তরিকতার সহিত রোগীদের সেবা দিয়ে চলেছেন নিরলস। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে সিআর মেশিন দারা হিপ-জয়েন্ট ট্রকইন্টার ফ্র্যাকচার অপারেশন শুরু হয়েছে। যা চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবারই প্রথম। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের কনসালটেন্ট অর্থোপেডিক্স সার্জারী বিভাগ’র সার্জন ডা. মো. ইসমাইল হোসেন জানান, সিআর মেশিন দারা হিপ-জয়েন্ট ট্রকইন্টার ফ্র্যাকচার অপারেশন করা হয়। হিপ-জয়েন্ট ট্রকইন্টার ফ্র্যাকচার অপারেশন করতে হলে একটি মেশিন লাগে। মেশিন ছাড়া এ অপারেশন করা যায় না। জয়েন্টে স্ক্রুটা কোনদিকে যাচ্ছে এ ডিরেকশনটা সিআর মেশিন দিয়ে দেখে নিশ্চিত হতে হয়। ডা. ইসমাইল আরও জানান, চাঁপাইনবাবগঞ্জের কোনও সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল বা ক্লিনিকে এ মেশিন ইতি পূর্বে ছিলনা, সদর হাসপাতাল বিহীন এ মেশিন এখনবদি কোথাও সংযুক্ত হয়নি চাঁপাইনবাবগঞ্জে। আমরাই আজ প্রথম সিআর মেশিন দারা অপারেশন সফলভাবে সম্পন্ন করলাম। আর ঢাকা রাজশাহী নয় এখন থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে এ চিকিৎসা সেবা পাওয়া যাবে। তিনি জানান, এ সেবা সকল শ্রেণী পেশার নাগরিক রোগীরা পাবেন। তবে হিপ-জয়েন্ট ট্রকইন্টার ফ্র্যাকচার অপারেশনে বেশি কার্যকর সিআর মেশিন। এক লাখ টাকার মধ্যে চিকিৎসা গ্রহণকারী ব্যক্তিরা এ মেশিন দিয়ে অপারেশন করাতে পারবেন। এ বিষয়ে সদর হাসপাতালে তত্বাবধায়ক ডা. মো. মোমিনুল ইসলাম জানান, সিআর মেশিন হাসপাতালে বেশ কয়েকবছর ধরে থাকলেও অপারেটর না থাকায় এর দারা অপারেশন করা বন্ধ ছিল। তবে আজ মেশিনটির কোম্পানির প্রকৌশলী এসে অপারেটিং করেন। ডা. ইসমাইল হোসেনসহ মেডিকেল টিম প্রথম অপারেশন সফল ভাবে সম্পন্ন করেন। এখন থেকে নিয়মিতভাবে সদর হাসপাতালে সিআর মেশিন দারা অপারেশন করা হবে বলেও জানান, হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. মোমিনুল ইসলাম। ২০ জানুয়ারি ২০২১খ্রি. বুধবার সকালে সম্পন্ন হওয়া অপারেশনে সহায়তা করেন, এনেসথেসিয়া কনসালটেন্ট ডা. মো. শওকত মোল্লা, অপারেশন থিয়েটার ইনচার্জ মৌসুমি, এসিস্ট্যান্ট আবু সাঈদ, ওয়ার্ড বয় নুরুন্নবী, ধীরেনসহ অন্যরা। চিকিৎসা সেবায় নতুন সংজোযনে আনন্দে, উল্লাসিত চাঁপাইনবাবগঞ্জবাসি। এ সংজোযনে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসির আশার আলো জেলেছে বলেও মন্তব্য করেন শুশীল সমাজ ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com