ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতি। সোমবার (৩১ মে) সকাল ১১টায় হাসপাতাল কর্তৃপক্ষের হাতে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি প্রকৌশলী নুরুল ইসলামের পক্ষে নির্বাহী সদস্য নাজমুল ইসলাম মানিক। সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় এ চিকিৎসা সরঞ্জাম পেলো জেলাবাসী। কয়েকদিনের মধ্যে হাসপাতালে অক্সিজেনের সমস্যা দুর হয়ে যাবে বলে জানান জেসি এমপি। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমীন ও ডা. গোলাম রাব্বানী, সহ সম্পাদক এ্যাড মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেসবাহুল শাকের জ্যোতি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, জেলা সদস্য ডা.দুররুল হুদাসহ আওয়ামী লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ডা.নাহিদ ইসলাম মুন সাধারণ সম্পাদক স্বাধীনতা চিকিৎসা পরিষদ। চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে জেসি এমপি জেলার এ সঙ্কটকালীন সময়ে জেলার বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।