বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিস সমিতির কার্যনির্বাহী কমিটির সাবেক দুই সদস্য সাংবাদিক মরহুম ডি এম তালেবুন নবী ও অ্যাডভোকেট আবুল কাশেম স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় সমিতির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেনÑ সমিতির উপদেষ্টা ও সমাজকল্যাণ মন্ত্রণায়ের সাবেক সচিব মো. জিল্লার রহমান, সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ, সমিতির পরিচালক ডা. দুররুল হোদাসহ অন্যরা।
বক্তারা ডায়াবেটিস সমিতির উন্নয়নে মরহুম ডি এম তালেবুন নবী ও অ্যাডভোকেট আবুল কাশেমের অবদানের কথা তুলে ধরেন।
সভা শেষে সমিতির প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন জিহাদি।