শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ১০৩২ বার পঠিত

ফাহিম ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রতিবার’র ন্যয়, এবারও প্রচন্ড ঠান্ডা আর ঘণ কুয়াশার চাদরে ঢাঁকা আম্রকাননে ঘেরা মনোরম পরিবেশে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি ২০২১খ্রি. বৃহস্পতিবার রাত ১০টার দিকে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, বিপিএম, পিপিএম (বার)। টুর্নামেন্টে ‘ক’ গ্রুপে চ্যাম্পিয়ন হন, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর (সার্কেল) মো. জাহিদুর রহমানের দল। আর ‘খ’ গ্রুপে চ্যাম্পিয়ন হন এসআই (নি.) মাহাবুবের দল। এ ছাড়াও মহিলা গ্রুপে এএসআই রক্সী’র দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার ফজল-ই-খুদা পলাশ। উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা শাখার ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার, সদর ফাঁড়ির ওসি মোহাম্মদ করিম, ওসি সদর মডেল থানা মো. মোজাফফর হোসেন, ওসি তদন্ত কবির হোসেন, ওসি অপারেশন মিন্টু রহমান, এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম, এসআই অনুপ কুমার সরকারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করা হয়। উল্লেখ্য গত ৯ জানুয়ারি ২০২১খ্রি. টুর্নামেন্টটি শুরু করা হয়েছিলো। গত কয়েক বছর ধরে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট পুলিশের উদ্যোগে প্রতি বছরেই অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের টুর্নামেন্টে ৩টি ক্যাটাগরিতে ২০ টি দল অংশগ্রহণ করেছিল। প্রথম ক্যাটাগরিতে পরিদর্শক হতে পুলিশ সুপার পর্যায়ের ৬টি, কনস্টেবল হতে এসআই পর্যায়ে ১২ টি এবং নারী পুলিশ দল ২টি প্রতিদ্বন্দ্বিতা করেন। অনুষ্ঠানে অফিসার বৃন্দের সহধর্মিণীসহ পরিবারের সদস্যগণও উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন, ৫ থানা ও তদন্ত কেন্দ্রের অফিসারসগণ, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন, মধুমতির মাসুদ রানা, তারেক রহমান প্রমূখ। টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হবার জন্য সকলকে কৃতজ্ঞতা জানান পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব পিপিএম, বিপিএম (বার)।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com