বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের বটতলা হাট, আব্দুল মান্নান সেন্টু চত্বর, ত্রিমোহনী, মাঝপাড়া, শংকরবাটী, শান্তিমোড়সহ বিভিন্ন এলাকায় শুক্রবার বিকেলে গণ সংযোগ ও পথসভা করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান। এসময় তিনি উন্নয়ন সংবলিত লিফলেটও বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী শামসুদ্দিন বাবলু, সদস্য আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টুরু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহীম রতন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদুল ইসলাম, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কাবির, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হক তুহিন, সাবেক ছাত্রনেতা নাসিরুল ইসলাম, আব্দুল জাব্বার, মো. জয়নাল হাজি, মজিবুর রহমান, অ্যাডভোকেট আব্দুল বাশির, মো. আতিকুর রহমান।