বিডি ঢাকা অনলাইন ডেস্ক
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি
সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে
আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ভেজাল পণ্য,
ছিনতাইকারীসহ জুয়া খেলার বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১৮ জানুয়ারি
২০২৩ ইং তারিখ রাত ০১ঃ০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন
কানসাট হঠাৎ পাড়াস্থ মোঃ বশির আলীর বসত বাড়ীর দক্ষিণ দিকে জনৈক মানিক এর পরিত্যাক্ত টিনসেড বিল্ডিং
ঘরের মধ্যে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ
সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে (ক) জুয়া খেলার তাস- ১২ (বারো) সেট, (খ)
জুয়া খেলায় ব্যবহৃত নগদ-১,১৫,৯৭০/- (একলক্ষ পনেরো হাজার নয়শত সত্তর) টাকা, (গ) জুয়া খেলায় ব্যবহৃত
প্লাষ্টিকের পাটি-০১টি এবং (ঘ) চার্জার লাইট-০২টি সহ আসামী ১। মোঃ দুরুল হুদা (৪৫), পিতা-মৃত জিল্লার রহমান,
মাতা-মৃত লালন বিবি, সাং-হাজার বিঘি, ২। মোঃ নুরুল খা (৫২), ৩। মোঃ রিপন আলী (৩৫) উভয় পিতা-মৃত আলতামাস,
মাতা-মৃত তহমিনা খাতুন, সাং-আব্বাস বাজার, ৪। মোঃ মনিরুল ইসলাম (৪০), পিতা-মৃত আমজাদ আলী, মাতা-মোছাঃ
সায়েলা বেগম, সাং-দেওয়ান জায়গীর, ৫। মোঃ বেল্টু আলী (৪৭), পিতা-মৃত পাচু বিশ^াস, মাতা-মৃত রহিমা বেগম, সাং-
কানসাট গোপাল নগর, ৬। মোঃ ইব্রাহিম আলী (৩৭), পিতা-মোঃ হযরত আলী, মাতা-মোছাঃ মমেদা বেগম, সাং-কানসাট
বহলাবাড়ী, ৭। মোঃ শাহাদাত হোসেন (৩৬), পিতা-মোঃ জমির উদ্দিন, মাতা-মোছাঃ সখিমন বেগম, সাং-বালিয়াদিঘী, ৮।
মোঃ খবির খান (৫০), পিতা-মৃত আব্দুল লতিফ খান, মাতা-মৃত মর্জিনা বেগম, সাং-কানসাট হঠাৎপাড়া, ৯। মোঃ তহিরুল
ইসলাম (৩৫), পিতা-আব্দুস সালাম, মাতা-শওকত আরা বেগম, সাং-কানসাট বহলা বাড়ী, ১০। মোঃ আসাদুজ্জামান (৪৬),
পিতা-মৃত আব্দুস সাত্তার, মাতা-আক্তারী বেগম, সাং-কানসাট কাঠগড়, ১১। মোঃ মোখলেছুর রহমান বাবু (৩৫), পিতা-
মৃত গোলাম মোস্তফা, মাতা-মোছাঃ মঞ্জিলা বেগম, সাং-বিশ^নাথপুর, সর্বথানা-শিবগঞ্জ, জেলা-
চাঁপাইনবাবগঞ্জদেরকে আটক করে ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আটককৃত ব্যক্তিগণ উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থলে সকলে প্রকাশ্যে জুয়া
খেলছিলো বলে অকপটে স্বীকার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য ঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি টিভি স্ক্রলে প্রদর্শনের জন্য সকল ইলেকট্রনিকস্ মিডিয়া’কে
অনুরোধ করা হলো