বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা পৌনে ১২টায় জেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন- ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভূমি সেবাসহ অনেক সেবা অনলাইনে হচ্ছে, অদূর ভবিষ্যতে আরো বেশ কিছু সেবা অনলাইনে ঘরে বসেই পাওয়া যাবে। সেবাগুলো অনলাইনভিত্তিক হওয়ায় জনসাধারণ হয়রানি থেকে রেহাই পেয়েছেন। জিডি করতে এখন থানায় যেতে হয় না, ঘরে বসেই অনলাইনে করা হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেনÑ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন। সূচনা বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী।
বক্তারা বলেনÑ প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সেবাদানকারীদের মধ্যে স্বচ্ছতা জবাবদিহিতা, শুদ্ধাচার নিশ্চিত করে দুর্নীতিমুক্ত থেকে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে। সেবাগ্রহীতা জনসাধারণ যেন সঠিক সময়ে সঠিক সেবা পায় সেজন্য সেবাদানকারীদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জাতীয় পাবলিক সার্ভিসের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘সবার আগে সুশাসন-জনসেবায় উদ্ভাবন’।
কর্মসূচিতে বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন দপ্তর প্রধানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
নাচোল প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ পালিত হয়েছে। রবিবার এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন- পৌর মেয়র আব্দুর রশিদ ঝালু খান, উপজেলা প্রকৌশলী শাহীনুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. আসাদুর রহমান বিপ্লব, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূরসহ আরো অনেকে। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর প্রতিনিধি জানান, জেলার গোমস্তাপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেলে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে ওই এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাসসহ অন্যরা।