বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেনÑ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি, সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, পৌর মেয়র মো. মোখলেসুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান রোকন, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দসহ অন্যরা।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেনÑ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বিএনপি-জামায়াতের নেতাদের উদ্দেশ্য করে বলেন, পারলে ভোটে আসুন, জনগণ যদি ভোট দেয় তাহলে আপনারা সরকার গঠন করবেন। কিন্তু ভোটে না এসে জ্বালাও-পোড়াও করে জনগণের শান্তি নষ্ট করবেন না। আওয়ামী লীগকে টেনেহেঁচড়ে নামানো যাবে না।
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। তারা বলেনÑ জনগণ জেনে গেছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এবং জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে দেশের উন্নয়ন হয়। আর বিনপি থাকলে লুটপাট হয়। বিএনপি-জামায়াত জোট সরকার দেশের জন্য কোনো উন্নয়ন করেনি। গত চার বছরে চাঁপাইনবাবগঞ্জ সদর এবং নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় বিএনপির এমপি ছিলেন, তারা কোনো উন্নয়ন করেননি। কারণ তারা উন্নয়ন চান না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগকে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।