বিডি ঢাকা অনলাইন ডেস্ক
আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ। জেলা পরিষদের অর্থনৈতিক কল্যাণ তহবিল থেকে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ক্যানসার আক্রান্ত ভারতে চিকিৎসাধীন সামিয়াসহ ২১ জনকে ১ লাখ ৮৯ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
বৃহস্পতিবার জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এসব চেক বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য (সদর) তাসলিমা খাতুন, জেলা পরিষদের উচ্চমান সহকারী শিহাব মাহফুজ, হিসাবরক্ষক মামুনুর রশীদসহ অন্যরা উপস্থিত ছিলেন।