চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জ কানসাট চককীর্তি ইউনিয়ন,চাতড়া ১৪,মাথা বাগানের ভিতর অবস্থিত,ভুক্তভোগী মেয়ে বিলকিস বয়স ১২,পিতা মাছরাঙ্গা বাবুল, নাবালিকার পিতা,অর্থের লোভে জোর করে বিয়ে দিলেন ৫০ বছরের বৃদ্ধার সাথে,জানা যায় বৃদ্ধার বাড়ি ধাই নগর ইউনিয়ন।
বিয়ের পর মেয়েকে বৃদ্ধার হাতে তুলে দিলে,পরের দিন ভুক্তভোগী বিলকিস,পালিয়ে আসে তার নিজ,বাড়িতে কিন্তু নিজ বাড়িতে এসে বাবার হাতে মার খেয়ে পালিয়ে যায় পাশের গ্রামে পরে এলাকার মানুষ সাংবাদিক কে, জানালে ঘটনাস্থলে সাংবাদিক এসে তাৎক্ষণিক শিবগঞ্জ থানার ওসিকে অবহিত করলে সাথে সাথে ভুক্তভোগী মেয়েকে উদ্ধার করেন শিবগঞ্জ থানা পুলিশ।