শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন

চার জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৮ বার পঠিত

সারাদেশে তৃণমূলের সম্মেলন দ্রুত শেষ করার লক্ষে শুক্রবার চার জেলায় বর্ধিত সভা করেছে আওয়ামী লীগের অন্যতম সহযোগি সংগঠন আওয়ামী যুবলীগ। এই দিন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাঙ্গামাটি, মাগুরা, বান্দরবান ও নাটোর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবলীগকে সাংগঠনিকভাবে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী ও গতিশীল করতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল-এর নির্দেশে বিভিন্ন সাংগঠনিক বিভাগে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ জেলাভিত্তিক বর্ধিত সভা শুরু করেছেন।

তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম সাংগঠনিক দক্ষিণ বিভাগে দায়িত্বপ্রাপ্ত যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ এর নেতৃত্বে রাঙ্গামাটি, বান্দরবান জেলা, খুলনা বিভাগে দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ এর নেতৃত্বে মাগুরা জেলা এবং রাজশাহী বিভাগে দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা ও সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ হেলাল উদ্দিন এর নেতৃত্বে নাটোর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় বক্তারা বলেন, সারা বাংলাদেশে যুবলীগকে গতিশীল ও শক্তিশালী করতে ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল-এর নির্দেশে বিভিন্ন জেলা ও মহানগরে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী দিনের যুবলীগ হবে মেধা, মনন, পরিশ্রমী ও ত্যাগীদের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী সংগঠন। তাই আগামী দিনে বিভিন্ন জেলা/মহানগর/উপজেলা/থানা/পৌরসভা/ইউনিয়ন ও ওয়ার্ডে যে সকল কমিটি গঠিত হবে সেখানে কোন হাই-ব্রিড, মাদকসেবী, জামাত-বিএনপি থেকে আগতদের স্থান হবে না। যারা সত্যিকারের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন, বঙ্গবন্ধকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রশ্নে আপসহীন তারাই হবেন আগামী দিনের যুবলীগ। এসময় বক্তারা দ্রুত মেয়াদোত্তীর্ণ বিভিন্ন উপজেলা/পৌরসভা/ইউনিয়ন কমিটি গঠনের ক্ষেত্রে জেলা নেতৃবৃন্দকে তাগিদ দেন।

বিভিন্ন বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন, যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম জোয়ার্দার সৈকত, তথ্য ও গবেষণা সম্পাদক মীর মহি উদ্দিন, সহ-সম্পাদক মোঃ কামরুল হাসান লিংকন, এ কে এম মুক্তাদির রহমান শিমুল, মোঃ আবু রায়হান রুবেল, মোঃ মনিরুজ্জামান পিন্টু, কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, মোঃ আবু হাসান সিদ্দিকী মিলন, এড. এস এম আসিফ শামস্ রঞ্জন, হুমায়ুন কবির, সরদার মোহাম্মদ আলী মিন্টু, ইঞ্জিনিয়ার প্রতীক ঘোষ, এড. মোঃ সাজেদুর রহমান চৌধুরী বিপ্লব, মোঃ আরিফুল ইসলাম উজ্জল, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আতিকুর রহমান, মোঃ কামরুল হাসান কানন, মোঃ গোলাম রব্বানী, আলহাজ্ব হোসাইন জয়, মোঃ এজাজুল ইসলাম, কবির মোঃ শহিদুল ইসলাম, এড. মোঃ হাসানুজ্জামান তুষার, মোঃ শেখ জসিম উদ্দিন, কাজী আনিসুর রহমান তৈমুর, কাজী মিরাজুল ইসলাম ডলার, মাগুরা জেলা যুবলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন- জেলা যুবলীগের আহ্বায়ক মোঃ ফজলুর রহমান, সঞ্চালনা করেন-জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলী আহমেদ আহাদ, আশরাফ খান, সাকিব আল হাসান তুহিন।

রাঙ্গামাটি জেলা যুবলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন- জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, সঞ্চালনা করেন-জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল। নাটোর জেলা যুবলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন- জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুল খান চৌধুরী এহিয়া, সঞ্চালনা করেন-জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন বিপ্লব। বান্দরবান জেলা যুবলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন- জেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক বাবু কেলু মং মারমা, সঞ্চালনা করেন-জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ ওমর ফারুক। বর্ধিত সভায় জেলাসমূহের বিভিন্ন উপজেলা/থানা/পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com