বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র নির্বাচন ২০২০: বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যাবেন না ট্রাম্প

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ৮৬৮ বার পঠিত

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আগামী ২০শে জানুয়ারি অনুষ্ঠেয় পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের অনুষ্ঠানে যাবেন না।এক টুইট বার্তায় বিদায়ী প্রেসিডেন্ট লেখেন, “যারা জানতে চেয়েছে তাদের বলছি,আমি ২০শে জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে যাচ্ছি না।”এমন এক সময় একথা ঘোষণা করলেন মি. ট্রাম্প, যখন ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে গত বুধবার ট্রাম্প-সমর্থকদের হামলায় উস্কানি দেবার জন্য ডেমোক্র্যাটরা ভাইস প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানাচ্ছেন, সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে অপসারণ করার জন্য।

মি. ট্রাম্পের টুইটঅবশ্য ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এখন পর্যন্ত এরকম কিছু করার ইঙ্গিত দেননি।

রাজধানী ওয়াশিংটনের এই ক্যাপিটল ভবনের সিঁড়িতেই নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি হয়ে থাকে।

প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধীরা বলছেন, তারা তাকে অভিশংসনের প্রক্রিয়াও শুরু করতে পারেন, যদিও তা সম্পন্ন হবার সম্ভাবনা কম – কারণ মি. ট্রাম্পের মেয়াদের আর মাত্র কয়েকদিন বাকি আছে।

বুধবারের হামলায় একজন পুলিশ কর্মকর্তা সহ পাঁচ জন নিহত হয়েছে।

ওয়াশিংটনের ক্যাপিটল ভবন
ওয়াশিংটনের ক্যাপিটল ভবন

মি. ট্রাম্প হবেন উত্তরসূরীর শপথ গ্রহণ অনুষ্ঠানে না যাওয়া চতুর্থ মার্কিন প্রেসিডেন্ট।

সবশেষ এমন ঘটনা ঘটেছিল ১৮৬৯ সালে।

সেবার বিদায়ী প্রেসিডেন্ট এ্যান্ড্রু জনসন – পরবর্তী প্রেসিডেন্ট ইউলিসিস গ্র্যান্টের সাথে একই ঘোড়ার গাড়িতে চড়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে অস্বীকার করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com