শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে নির্মাণাধীন ভবনে তরুণীর রক্তাক্ত লাশ, ভাই-ভাবিসহ আটক ৩ বেড়ানোর কথা বলে বোনকে খুন করলেন সৎভাই রাজশাহীতে সিবিএ নেতাকে মারধরের অভিযোগ, চিনিকলে উত্তেজনা আজ ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজন :জেলা পর্যায়ে উদ্বোধনী ও আইডিয়া শোকেসিং চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৮০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রামেবি স্থাপনের জমির দখল বুঝে পেল কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে হোটেল ও রেস্তোরা পরিদর্শনে রাসিকের স্যানিটারী পরিদর্শকগণ মশা নিয়ন্ত্রণে রাজশাহী সিটি কর্পোরেশনের টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

তানোরে বিবাদমান সম্পত্তির বাড়ি বিক্রির পাঁয়তারা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২৪৯ বার পঠিত

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোর পৌর সদরের থানা মোড়ে বিবাদমান (আদালতে বিচারাধীন) সম্পত্তির উপর নির্মিত বাড়ী বিক্রির পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৮ অক্টোবর এ ঘটনায় শিখা দাস বাদি হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও তানোর সাব-রেজিষ্টারের কাছে লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, উপজেলার তানোর মৌজা জেল নম্বর ১৪৪, খতিয়ান নম্বর সাবেক ৪৬৮, এসএ ৬২১ এবং হাল ১০৩২/৯১৯। দাগ নম্বর সাবেক ১৩৭৩ হাল ১৬৬২ শ্রেণী ভিটা পরিমান,৪১০০ একরের কাত,১৩৫০ একর এবং হাল দাগ নম্বর ১৮৩৬, শ্রেণী বাড়ী.১১০০ একরের কাত.০৩৭৫ একর মোট সাড়ে ১৭ শতক। ক্রয় সুত্রে এসব সম্পত্তির মালিক শীবতলা গ্রামের মৃত নিশিথ কুমার দাসের স্ত্রী শিখা দাস। বিগত ১৯৭২ সালে তানোর গ্রামের মৃত নগেন্দ্র দাসের ছোট পুত্র কার্তিক দাসের কাছে থেকে ক্রয় করেন নিশিথ কুমার দাস যাহার দলিল নম্বর ১৯৭৭/১৯৭২ইং। কিন্ত্ত নগেন দাসের মৃত্যুর পর তার দুই পুত্র শিবনাথ ও বিশ্বনাথ জাল দলিল সৃষ্টি করে (যাহার নম্বর ১৬৫২০) উক্ত সম্পত্তি বিনিময় করেন বিনোদপুর গ্রামের শাহজাহান আলীর পুত্র হাবিবুর রহমানের সঙ্গে।এদিকে ঘটনা জানার পর রাজশাহী সহকারী জজ এবং জেলা আদালতে মামলা করা হয়।বিগত ২০০২ সালে সহকারী জজ ও ২০০৫ সালে জেলা জজ আদালত ১৬৫২০ নম্বর দলিল জাল বলে স্বত্ত্ব ঘোষণা রায় দেন। এদিকে এই রায়ের বিরুদ্ধে শিবনাথ ও বিশ্বনাথ উচ্চ আদালতে আপিল করেন যাহার নম্বর ২৯৩৮ উচ্চ আদালতে শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে।অন্যদিকে আদালতে বিচার চলাকালীন সময়ে হাবিবুর রহমান লাঠির জোরে সেখানে বহুতল ভবন নির্মাণ করে বিক্রির পাঁয়তারা করছে। এবিষয়ে জানতে চাইলে হাবিবুর রহমান হাবিব এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা বৈধ কাগজপত্র দেখেই সম্পত্তি ক্রয় করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com