মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরের শিবচরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ি ঘাট এলাকায় স্পিডবােট ও বালুবােঝাই বাল্কহেডের সংঘর্ষে ২৬জন নিহতের ঘটনায় চারজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
নৌপুলিশের উপ-পরিদর্শক লােকমান হােসেন বাদী হয়ে শিবচর থানায় মামলা করেন। নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানিয়েছেন, মামলায় আসামি করা হয়েছে স্পিডবােটের চালক শাহ আলম, মালিক চান্দু মােল্লা ওরেজাউল এবং বােটের ইজারাদার শাহ আলমকে।