ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছ। মঙ্গলবার (৪ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুটির শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালোপুর গ্রামের মোঃ ইসমাইলের ছেলে মোহাম্মদ মাহফুজ ( ৭)। মৃত শিশুটির পিতা ইসমাইল জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কালুপুর পাগলা নদীর ঘাটে গোসল করতে গিয়ে তার সন্তান ডুবে গেলে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কতব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।