রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে । এ সময় বিজিবি সদস্যরা এক লক্ষ ইয়াবাসহ অস্ত্র উদ্ধার করে । সোমবার ৮ ফেব্রুয়ারি ভোররাতে ঘুমধুম ইউনিয়নের গর্জনবুনিয়া চাকমা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে । বর্ডার গার্ড বিজিবি কক্সবাজার ব্যাটেলিয়ানের সহকারি পরিচালক মোহাম্মদ ইয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সীমান্ত পার হয়ে ঘুমদুম এলাকা দিয়ে একটি ইয়াবার চালান আসছে । এ সময় ওই এলাকায় আমরা তল্লাশি চৌকি বাসায়। গভীর রাতে ৫- ৬ জনের একটি দল আসতে দেখলে তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দুই ভাগে বিভক্ত হয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে । এই সময় বিজিবিও পাল্টা গুলি করে । পরে ঘটনাস্থলে জুবায়ের (২৮) ও দীল মোহাম্মদ (২৫) নামে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় ।