বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় ভোটার দিবস র্যালী ও আলোচনাসভার মধ্যে দিয়ে পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় র্যালী শেষে উপজেলা পরিষদ হল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “ভোটার হবো নিয়ম মেনে ,ভোট দেব যোগ্যজেনে” এ প্রতিপাদ্য কে উপজীব্য করে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি,নাচোল থানার অফিসার ইনচার্জ তদন্ত ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম ওবায়েদ,পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার জয়নুল আবেদীন। সঞ্চলনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ।