মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দূর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে। গতকাল সোমবার (৮ মার্চ) দিবাগত রাতে নাচোল সদর ইউনিয়নের ঝিকড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সুত্রে জানা গেছে; নাচোল হতে স্টিয়ারিং চালিত ভুটভুটি গাড়ি রাজবাড়ী হাটের দিকে যাওয়ার পথে ঝিকড়া নামক স্থানে ভুটভুটি উল্টে অজ্ঞাত ব্যক্তি নিহত হয়। যার আনুমানিক বয়স ২৬ বছর। স্থানীয়রা লাশটি দেখতে পেলে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নাচোল থানা পুলিশ। নাচোল থানার ওসি জানায়; নিহত ব্যক্তির নাম ঠিকানা এখনো সনাক্ত করা যায়নি। এ মর্মে আইনগত ব্যবস্থা প্রকিয়াধীন রয়েছে।