মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ১নং কসবা ইউনিয়নের সোনাইচন্ডি কারিগরি কলেজ ও উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা চাঁপাইনবাবঞ্জ ৩৩৮ সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। আজ সোমবার দুপুর ১২টার দিকে সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা চাঁপাইনবাবঞ্জ ৩৩৮ সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) খাদিজা বেগম, ড. সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ, ফ, ম হাসান, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ও জেলা আওয়ামীলীগের সদস্য সাখাওয়াত হোসেন। পরে বিকেল ৩ টায় সোনাইচন্ডি কারিগরি কলেজ এর ৮৫ লাখ টাকা ব্যায়ে ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী । আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম।