বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

নাটোরে নৈশ প্রহরীকে বেধে ৯ লক্ষ টাকার ব্যাটারি লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৭১৭ বার পঠিত

নিজস্ব সংবাদদাতাঃ নাটোরে নৈশ প্রহরীকে বেধে ৯ লক্ষ টাকার ব্যাটারি লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।সিসি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হল পটুয়াখালী জেলার গেরাখালি গ্রামের আব্দুল মালেকের আমির হোসেন (৩৫),বদলগাছি গ্রামের সোবহান সিকদারের ছেলে আবুল কালাম আজাদ(৪২),বরগুনা জেলার আমতলী উপজেলার হলদিয়া গ্রামের মমতাজ ফরাজীর ছেলে মহিউদ্দীন ওরফে মানি উদ্দিন (৩৫),তক্তাবুনিয়া গ্রামের হাতেম গাজীর ছেলে মনির হোসেন ওরফে নির(৪০),নড়াইল জেলার আগদী বিছালী গ্রামের রশিউজ্জামানের ছেলে আবু হোসেন (৪০) ও গোপালগঞ্জ জেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের সামসুল হকের ছেলে শফিকুল ইসলাম(২৮)। এ সময় ডাকাতির কাজে ব্যবহ্নত একটি ট্রাক ও লুন্ঠিত ১৮১ টি ব্যাটারীও উদ্ধার করা হয়েছে।আজ বুধবার (২৪ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান,নাটোরের পুলিশ সুপার লিটন কুমার দাস।তিনি বলেন,গত ১১ মার্চ রাতে ডাকাত দল নাটোর শহরের বৈদ্যনাথ এলাকায় দুই নৈশ প্রহরীকে বেধে দোকানের তালা ভেঙ্গে ইজিবাইক সহ শতাধিক ব্যাটারী ট্রাকে তুলে নিয়ে যায়।এ ঘটনায় মামলা হলে রহস্য উৎঘাটনে নামে জেলা পুলিশ।অবশেষে সিসিটিভির ফুটেজ ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে ওই ৬ ডাকাতকে আটক করা হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক যুবায়ের,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জান,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com