বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করেছেন। তার বিজয়ের ১০০ দিন উপলক্ষে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তিনি তার ১০০ দিনের উন্নয়ন কর্মকা- তুলে ধরেন। এছাড়া আগামী দিনের পরিকল্পনা, গৃহীত পদক্ষেপ এবং অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে সকলের সহায়তা কামনা করেন এই সংসদ সদস্য।
সংবাদ সস্মেলনে মু. জিয়াউর রহমান জানান, তার নির্বাচনী এলাকার জনগণের জন্য আগামী দিনের পরিকল্পনায় রয়েছেÑ শুল্ক স্টেশন বা রেলবন্দর, লোকাল ট্রেন, রহনপুর বাইপাস সড়ক, ব্রিজ, রহনপুর পৌরসভার উন্নয়ন, স্টেডিয়াম, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন, বাঁধ নির্মাণ, ডিজিটাল ল্যাব বিশিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা, বিলভাতিয়া, রেশম, ধর্মীয় প্রতিষ্ঠান, ঐতিহাসিক, নিদর্শন, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন উন্নয়ন কাজ শুরু করে সম্পন্ন করা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪টি মাইলস্টোন দিয়েছেন। যার মধ্যে রয়েছেÑ ২০২১ সালের মধ্যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি), ২০৩১ সালের মধ্যে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি), ২০৪১ সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা এবং ২১০০ সালের ব-দ্বীপ পরিকল্পনা।
এক প্রশ্নের জবাবে জিয়াউর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার জন্য উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সময়। আমার হাতে সময় খুব কম, তবুও আমি চেষ্টা করে যাব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনÑ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, রহনপুর পৌরসভার মেয়র মো. মতিউর রহমান খানসহ গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ জনপ্রতিনিধিরা।
পরে একই স্থানে গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট উপজেলার নেতাকর্মীদের উপস্থিততে তার পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা চেয়েছেন।