শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৬ পূর্বাহ্ন

পাগলা ও মহানন্দায় ২ শিশুসহ তিনজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলায় পাগলা ও মহানন্দা নদীতে গোসলে নেমে ২ শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছত্রাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির দুজন ছাত্রী রয়েছেন। তারা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহালাবাড়ী খুলুপাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে লিজা খাতুন (১১) ও বহলাবাড়ী গ্রামের নাজমুল হকের মেয়ে রাবেয়া বাসরি নাঈমা (১১)। অপরজন হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গুমপাড়া বড়মসজিদ চৌমোহনি নামোশংকরবাটী নতুনহাট মহল্লার সৈয়বুর রহমানের ছেলে মারুফ হোসেন (২১)।
ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবি ও স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার দিকে পাগলা নদীর বহালাবাড়ী ঘাটে গোসল করতে যায় লিজা ও নাঈমা খাতুনসহ পাঁচ সহপাঠী। এ সময় তিনজন সাঁতরে উঠতে পারলেও লিজা ও নাঈমা ডুবে যায়। পরে স্থানীয়রা শিবগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে ডুবুরিদল এসে যৌথভাবে নদীতে উদ্ধার অভিযান চালিয়ে প্রথমে দুপুর ২টার দিকে লিজা এবং পরে নাঈমার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নদীর দুই ধারে উৎসুক জনতার ভিড় জমে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ‘শেখ হাসিনা’ সেতুর ওপর থেকে লাফ দিয়ে গোসল করতে নেমে মারুফ হোসেন ডুবে মারা যায়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, বুধবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে ‘শেখ হাসিনা’ সেতুর ওপর থেকে মহানন্দা নদীতে গোসল করতে নামে মারুফ। কিন্তু অন্যরা উঠে আসলেও মারুফ নিখোঁজ থাকে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চেষ্টায় মারুফের মরদেহ উদ্ধার করা হয়। ওসি আরো জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com