বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে ১২ হাজার করে ৪ লাখ ৮০ হাজার টাকা শিক্ষাবৃত্তি দিয়েছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এ নিয়ে ২০১২ সাল থেকে এ পর্যন্ত ৩৬৫ জন শিক্ষার্থীকে ১২ হাজার করে ৪৩ লাখ ৮০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হলো।
বৃত্তি প্রদান উপলক্ষে শনিবার (২৬ আগস্ট) বিকেলে জেলাশহরের বেলেপুকুরে সংস্থাটির নকীব হোসেন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. ছাইদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেনÑ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থাটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও শিক্ষাবৃত্তি প্রদান কর্মসূচির ফোকাল পার্সন মু. তাকিউর রহমান।
শিক্ষার্থীদের ফেসবুক ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে পুলিশ সুপার মো. ছাইদুল হাসান বলেনÑ ফেসবুকে অনেক খারাপ বা ভুল পোস্ট থাকে, যা সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এমন পোস্ট থাকে যাতে সাধারণ মানুষকে উস্কিয়ে দেয়, বিভ্রান্ত করে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে। কাজেই তোমরা না বুঝে না জেনে লাইক, শেয়ার বা কোনো ধরনের মন্তব্য করবে না, কোনো ধরনের সাইবার ক্রাইমের সঙ্গে জড়াবে না। কারো কোনো লোভে পড়ে কোনো অনলাইনে টাকা আয় করার জন্য মনোনিবেশ করবে না। কারণ তারা তোমোকে লোভ দেখিয়ে আকৃষ্ট করে তোমার সর্বস্ব নিয়ে ওই সাইটটি বন্ধ করে দিবে, তাকে ধরার কোনো সুযোগ নেই, এমন ঘটনা ঘটছে। তিনি বলেন, তোমাদের এখন পড়াশোনার সময়
। তোমাদের জন্য বিরাট ভবিষ্যৎ অপেক্ষা করছে। বড় কিছু পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকার দরকার নেই, ঘরে থেকে লেখাপড়ায় মনোনিবেশ করবে, পরিবারের সদস্যদের সময় দেবে।
পুলিশ সুপার আরো বলেন, তোমাদের জন্য ভবিষ্যতে অনেক বড় কিছু অপেক্ষা করছে। তোমরা কেউ মাদক স্পর্শ করবে না, কেউ করলে তাকে ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতা করবে। তোমরা আমার মোবাইল নম্বর নিয়ে যাবে।
ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেনÑ তোমরা কেউ ইভটিজিংয়ের শিকার হলে ৯৯৯ এ ফোন করে জানাবে, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিব।
পুলিশ সুপার বলেন, তোমরা আজ যে টাকা পেলে তা ভালো কাজে ব্যয় করবে। হাসিব হোসেন এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিকে ধন্যবাদ এমন একটি ভালো কাজের জন্য।
প্রয়াস ও হাসিব হোসেনের ভূয়সী প্রশংসা করে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক শিক্ষার্থীদের বলেনÑ জীবনটা কোনো খেলনা নয়, জীবন মানে হচ্ছে যুদ্ধ। সেই যুদ্ধে তোমাদের জয়লাভ করতে হবে। মেয়েদের জীবন যেন রান্নাঘরের চার দেয়ালে বন্দি না থাকে, সেজন্য পড়াশোনা চালিয়ে যেতে হবে। মেধা সবারই আছে, সেই মেধাকে কাজে লাগাতে হবে।
জিয়াউল হক বলেনÑ বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। তোমরা প্রয়াসের জন্য হাসিব ভাইয়ের জন্য দোয়া করবে। ভবিষ্যতে যেন আরো বেশি সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি দিতে পারে।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২১ সালে অনুষ্ঠিত মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অধ্যয়নরত আছেন এমন ২০ জনকে ১২ হাজার করে ২ লাখ ৪০ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেয়া হলো। এর আগে তাদেরকে প্রথম দফায় সমপরিমাণ টাকা প্রদান করা হয়।
এছাড়া ২০২২ সালে অনুষ্ঠিত মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ মাধ্যমিক ও সমমান শ্রেণিতে অধ্যয়নরত অতিদরিদ্র পরিবারের মেধাবী আরো ২০ জন শিক্ষার্থীকে প্রথম দফায় ১২ হাজার করে ২ লাখ ৪০ হাজার টাকা প্রদান করা হলো। এই ২০ জন আবারো সামনে বছর শিক্ষা বৃত্তি পাবেন।
সভাপতির বক্তব্যে হাসিব হোসেন বলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির অতিদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা লাভে আগ্রহী করে তোলা, নির্বিঘ্নে লেখাপড়া চালিয়ে নিতে সহায়তা করা এবং শিক্ষার মানোন্নয়ন ও প্রসারের লক্ষে ২০১২ সাল থেকে ‘কর্মসূচি সহায়ক তহবিল’র আওতায় পিকেএসএফের আর্থিক সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি শিক্ষাবৃত্তি প্রদান করছে।
অনুষ্ঠানে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, রেডিও মহানন্দা ও দৈনিক গৌড় বাংলার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।