বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। সভা পরিচালনা করেন জ্যেষ্ঠ উপপরিচালক নাসের উদ্দীন।
দিনব্যাপী অনুষ্ঠিত সমন্বয় সভায় উপস্থিত ছিলেনÑ সহকারী পরিচালক তাজেমুল হক; সহকারী পরিচালক (নিরীক্ষা) আবুল খায়ের খান; সহকারী পরিচালক জুলফিকার আলী ও মমিনুল ইসলাম; কনিষ্ঠ সহকারী পরিচালক ফিরোজ আলম, ফারুক আহমেদ ও তানভীর আহম্মেদ রিয়াদ; সকল আঞ্চলিক ব্যবস্থাপক, কৃষি-মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাসহ বিভিন্ন প্রকল্পের ব্যবস্থাপকগণ।
সভায় প্রয়াসের চলমান কার্যক্রম ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা করা হয়।