সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন

ঢালিউড সুপারস্টার সিয়ামের সঙ্গে জুটি বাঁধলেন বুবলী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ২৮৬ বার পঠিত
বিনোদন নিউজ : ঢালিউড সুপারস্টার শাকিব খানের নায়িকা হয়ে সিনেমায় পা রাখেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরই মধ্যে নিরব ও রোশানের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এবার তার বিপরীতে দেখা যাবে এ সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে। নতুন ওয়েব ফিল্মেই জুটি বেঁধেছেন সিয়াম-বুবলী। সিনেমাটির নাম ‘টান’। নির্মাণ করছেন তরুণ নির্মাতা রায়হান রাফি। এরইমধ্যে শুরু হয়েছে শুটিং।
এদিকে রোববার (২ জানুয়ারি) সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ছবির মাধ্যমে নতুন কাজের ইঙ্গিত দেন সিয়াম। গাড়িতে তোলা সেই ছবির ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘২০২২-এর প্রথম শুটিং। সারপ্রাইজ আসছে।’
সিয়াম বলেন, ‘গল্প, পরিচালক ও সহশিল্পী দেখেই কাজটি করছি। প্রস্তাব পেয়ে সবকিছু জানার পর দেখলাম ভালো কাজের একটি ফুল প্যাকেজ এই প্রজেক্ট।’
বুবলীর ভাষ্য, ‘সিয়ামের সঙ্গে ওইভাবে মেলামেশা হয়নি আগে। কাজ করতে গিয়ে দেখলাম সহশিল্পীকে কমফোর্ট জোন দেওয়ার চেষ্টা করেন, ভালো কাজে উৎসাহিত করেন তিনি। যেটি বর্তমান সময়ে একজন সহশিল্পী হিসেবে খুবই গুরুত্বপূর্ণ।’
জানা গেছে, আগামী ১০ জানুয়ারি পর্যন্ত শুটিং চলবে। এতে সিয়াম-বুবলীর সঙ্গে আরও থাকছেন সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা প্রমুখ। ওয়েব প্ল্যাটফর্মের জন্য নির্মিত হলেও সিনেমাটি প্রেক্ষাগৃহেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com