মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলায় চাঁপাইনবাবগঞ্জে জেলা ছাত্রলীগের সহ-সভাপতির নেতৃত্বে বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ১৩৬৫ বার পঠিত
ফয়সাল আজম অপু : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় শনিবার রাত ৯ টার দিকে শহরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলমগীর কবির ইউসুফ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশটি অনুষ্ঠিত হয়। মিছিল টি শহরের গুরুত্বপূর্ণ মোড় ঘুরে পথ সভা শেষে ক্লাবসুপার মার্কেট চত্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতা বিরধী ঘাতক পাকিস্তানী দালাল উগ্র জঙ্গিবাদ মৌলবাদ গোষ্ঠী রাতের আঁধারে কুষ্টিয়ায় ৫ রাস্তার মোড়ে নির্মানাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বক্তারা। অবলম্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর কারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলমগীর কবির ইউসুফ, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি হিমেল, জেলা ছাত্রলীগ যুগ্ম সম্পাদক রিজন ও ছাত্রলীগ নেতা কল্লোলসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন ও সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, শিবগঞ্জ ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা ও সাধারণ সম্পাদক আসিফসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com