মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

বছরের প্রথম দিন রাজশাহীর তানোরে বই উৎসব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৩৭৬ বার পঠিত

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের বই বিতরণ করা হয়েছে। জানা গেছে, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে নতুন বছরের প্রথম দিন হতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে। অন্যান্য বছরগুলোতে নতুন বইয়ের ঘ্রানে প্রত্যেক শিক্ষার্থীর বছর শুরু হলেও করোনা এবার এর কিছুটা ব্যাঘাত ঘটাবে। এবার প্রতিটি স্তরের জন্য ভিন্ন ভিন্ন নিয়ম অনুসরণ করে বই বিতরণ করা হবে। মাধ্যমিকের শ্রেণীর বই এবার ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বই বিতরণ করা হবে। অপরদিকে প্রাক প্রাথমিক ও প্রাথমিক শ্রেণীর বই শিক্ষার্থীর সংখ্যার উপর ভিত্তি করে প্রত্যেক বিদ্যালয় বই বিতরণ করবে। এদিকে ১ জানুয়ারী শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সুশান্ত কুমার মাহাতো তানোর মডেল উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব উদ্বোধন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইন্চার্জ ওসি রাকিবুল হাসান ও তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম প্রমুখ। অন্যদিকে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার পক্ষ থেকে তানোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী আবুল বাসার সুজন তানোর পৌরসভার গোকুল দাখিল মাদরাসায় বই বিতরণ উৎসব উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন তানোর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার, মোর্শেদুল মোমেনিন রিয়াদ, জাহাঙ্গীর আলম,রামিল হাসান সুইট ও মাহাবুর রহমান মাহাম প্রমুখ। এদিকে একই দিন সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের পক্ষে বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান গাল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন কৃষ্ণপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেছেন। অপরদিকে মাধ্যমিকে এবার ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বই বিতরণ করা হবে। ষষ্ঠ হতে নবম পর্যন্ত ৪টি শ্রেণি প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের ৩দিন করে বই বিতরণ করা হবে। এক্ষেত্রেও অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই বই বিতরণ করা হবে। প্রাথমিকের মত মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্যও বই বিতরণের আনুষ্ঠানিকতার নামে জন সমাগম করা যাবে না এবং শিক্ষার্থী/অভিভাবকদের নিকট হতে বই বিতরণের জন্য কোন প্রকার অর্থ আদায় করা যাবে না

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com