বাংলাদেশকে মেধা শুন্য করতেই পাকিস্তানিরা জাতীর শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল :মতিউর রহমান
রিপোর্টারের নাম
আপডেট টাইম :
সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
৮৯৪
বার পঠিত
নাচোল,চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মতিউর রহমান জানান,
৩০ লক্ষ শহীদ ও ৩ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বাংলাদেশের এই স্বাধীনতা।
দীর্ঘ ৯ মাস সংগ্রামের পর নিশ্চিত পরাজয় জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর আলবদর আল-শামসরা মিলে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর এই দিনে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল।
বুদ্ধিজীবি হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্নসমর্পন করে এবং বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
পাকিস্তানীরা বাংলাদেশকে মেধা শুন্য করতেই সেদিন বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি গ্যাপন করেন উপজেলা নির্বাহি অফিসার জনাব সাবিহা সুলতানা , সহকারি কমিশনার ভূম
(ভূমি) জনাব খাদিজা বেগম,নাচোল থানা অফিসার ইনচার্জ জনাব সেলিম রেজা, নাচোল পৌরসভার মেয়র জনাব আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মতিউর রহমান, নাচোল থানার অভ্যান্তরে গণকবরে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ,মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামিলীগের নাচোল পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি,
নাচোল প্রেসক্লাবের সভাপতি,ও মহিলা আওয়ামী লীগ পুষ্পমাল্য অর্পণ করেন।
পুস্প মাল্য অর্পন শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে, অনুষ্ঠিত সভায় পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, আরো বলেন জাতীর শ্রেষ্ঠ সন্তানদের যারা হত্যা করেছে, যারা বিচার প্রক্রিয়ার বাইরে আছে বা পালাতক রয়েছে তাদের বিচারের রায় কার্যকর করে দেশবাসীকে কলঙ্ক মুক্ত করতে হবে।