অনলাইন নিউজ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেটিও এক ম্যাচ হাতে রেখেই। জাতীয় ক্রিকেট দলের এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজে বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশ ক্রিকেট দল সিরিজ জয়লাভ করে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই সাফল্যে ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা অভিনন্দন জানাচ্ছেন। বাফুফে আশা করে, জয়ের এই ধারাবাহিকতা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের সুনাম আরও অধিকতর বৃদ্ধি করবে।’
টাইগারদের শেষ ওয়ানডে শনিবার। গায়ানায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
এ জাতীয় আরো খবর..