বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

বাসা ভাড়া নিতে নকল স্বামী,ব্যাচেলর মেয়েকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৫১ বার পঠিত

অনলাইন নিউজ : রাজধানীতে একজন একা ব্যাচেলর মেয়েকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। বাসা ভাড়া নেওয়া থেকে শুরু করে কর্মক্ষেত্র- সবখানেই হেনস্তার শিকার হতে হয়।

রুনি একজন চাকরিজীবী অবিবাহিত মেয়ে। ঢাকায় তিনি একাই থাকেন। ব্যাচেলর বলে বাসা পেতে সমস্যা হয়, এলাকার লোকজন নানা মন্তব্য করে, এমনকি কর্মস্থলেও সহকর্মীরা সুবিধা নেওয়ার চেষ্টা করে। তাই সিদ্ধান্ত নেন, সবাইকে বলবেন তিনি বিবাহিত। এর পর থেকে আগের সমস্যাগুলোর অনেকটাই সমাধান হয়ে যায় তার।

নতুন এলাকায় নতুন একটা বাড়ি ভাড়া নেন রুনি। নতুন অফিসে যোগদান করলে সেই অফিসে সহকর্মীদের সঙ্গে তার ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। রবিনও জানেন রুনি বিবাহিত।

রুনি তার কাল্পনিক স্বামীকে নিয়ে নানা ধরনের মুখরোচক গল্প করেন সবার কাছে। সবার কাছে রুনি আর তাঁর বর মেড ফর ইচ আদার। বাড়িওয়ালা কদিন পর রুনির হাজব্যান্ডের খোঁজখবর নেওয়া শুরু করে। ওই দিকে রবিনও দুলাভাইয়ের সঙ্গে দেখা করার বায়না ধরেন। রুনি বুদ্ধি করে রবিনকে বাসায় নিয়ে আসেন তাঁর বরের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য। রবিন বাসায় এসে অপেক্ষা করতে থাকেন। রুনি জানান, একটা কাজে তার বর ফেঁসে গেছেন। আসতে অনেক রাত হবে। রবিন অন্য দিন দেখা করার কথা বলে সেখান থেকে চলে আসেন। এদিকে বাড়িওয়ালাও দেখে রবিন রুনির বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। এলাকাবাসীও দেখে।

বিষয়টা এমন দাঁড়ায়, এলাকার সবাই রবিনকে রুনির বর হিসেবে জানে শুধু রবিন ছাড়া। এদিকে রবিনের সঙ্গে একসঙ্গে চলতে চলতে রুনির রবিনকে ভালো লেগে যায়, এভাবেই গল্প এগোতে থাকে।

অনামিকা মণ্ডলের রচনা ও মিঠু রায়ের পরিচালনায় সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়। মুখ্য চরিত্রে সাদিয়া জাহান প্রভা, মনোজ প্রামাণিক অভিনয় করেছেন। এ ছাড়া কাজী উজ্জ্বল, পিন্টু আকুনজি, খাইরুল আলম টিপু, শারমীন সুলতানা শর্মি, কাজি সালিমুল হক কামাল, জান্নাতুল শ্রাবণী, রাইসুল ইসলাম, বরশা, রিংকু, স্বপন আহমেদ, মিজান রহমান, নয়ন, রাফি আহমেদ উৎসসহ আরো অনেকেই রয়েছেন। ঈদে নাটকটি একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে প্রচার হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com