বিডি ঢাকা অনলাইন ডেস্ক
১। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ২১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ আনুমানিক ১০০০ ঘটিকায় চকপাড়া
বিওপির নায়েক মোঃ আব্দুল বারিক এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার
সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে উপচকপাড়া নামক স্থানে
অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১১০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত
ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
২। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,
পিবিজিএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয়
চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে
সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা
করা হচ্ছে।