বিডি ঢাকা অনলাইন ডেস্ক
১। নিজস্ব তথ্যের ভিত্তিতে ০৪ নভেম্বর ২০২২ তারিখ আনুমানিক ১১৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ
ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ ডিএমসি বিওপির একটি চৌকস টহলদল বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪১/৭-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে
রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষারিয়াদহ ইউনিয়নের ডিএমসি গ্রামে একটি
মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম ভারতীয় হেরোইন আটক করতে সক্ষম
হয়।
২। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ
নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)
সীমান্ত এলাকায় অন্যান্য মালামালসহ মাদক চোরাচালান দমনে বদ্ধপরিকর। এছাড়া ভারতীয়
চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে
সেই লক্ষে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।