বিডি ঢাকা অনলাইন ডেস্ক
সুস্থ দেহ প্রশান্ত মন-কর্মব্যস্ত সুখী জীবন’, ‘ভালো মানুষ ভালো দেশ-স্বর্গভূমি বাংলাদেশ’- এমন স্লোগানকে সামনে রেখে রবিবার চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ভোর ৬টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অ্যাডভোকেট সাদরুল আমিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ওমর ফারুক।
কোয়ান্টাম ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ সেল এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে এর সদস্যরা অংশগ্রহণ করেন।