মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৪:১১ অপরাহ্ন

বীর মুক্তিযোদ্ধাগণের জন্য সংরক্ষিত চেয়ার, পৌর কর মওকুফ, বিনামূল্যে পানি সরবরাহ করার ঘোষণা দিলেন পৌর মেয়র মনিরুল ইসলাম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৩৭ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে শিবগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গত ১৬ডিসেম্বর’২১ বৃহস্পতিবার উপজেলা চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শিবগঞ্জ পৌরসভার মেয়র জনাব সৈয়দ মনিরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণের সম্মাননা স্বরুপ মেয়রের কক্ষে অবস্থিত টেবিলের পাশে একটি চেয়ার চালু করা হয়েছে যেখানে কেবলমাত্র বীর মুক্তিযোদ্ধাগণই বসতে পারবেন অন্যকেউ নন। আগামী জানুয়ারি’২২ থেকে অত্র পৌরসভায় বসবাসকারী বীর মুক্তিযোদ্ধাগণের জন্য সব ধরণের পৌর কর মওকুফ করা হলো। এছাড়াও আগামী জানুয়ারি’২১ হতে পৌরসভা কর্তৃক পানি সরবরাহ হতে যাচ্ছে সে ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাগণকে বিনা মূল্যে সংযোগ এবং বিনামূল্যে পানি সরবরাহ করা হবে। তিনি আরও বলেন, আমি মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম। আমি আপনাদের সন্তান। জাতি আপনাদের কাছে ঋণী। সেই শ্রদ্ধাবোধ থেকে আপনাদের জন্য কিছু করার চেষ্টা করে যাচ্ছি। আপনাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। এ সময় উপস্থিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস বলেন,এমন সন্তানকে পৌরসভার মেয়র হিসাবে দায়িত্ব দিতে পারায় আমরা গর্বিত। দায়িত্ব গ্রহণের পর থেকেই স্নেহের মনিরুল আমাদের পরামর্শ নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করছি।’ উল্লেখ্য, জনাব সৈয়দ মনিরুল ইসলাম গত ফেব্রুয়ারী’২১ মাসে অনুষ্ঠিত শিবগঞ্জ পৌরসভার এক উৎসব মুখর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন এবং বিপুল পরিমাণ ভোটে নির্বাচিত হোন। অত্র পৌরসভায় তিনিই প্রথম নৌকা প্রতীক তথা বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ শিবগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসাবেও কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com