বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আজ ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজন :জেলা পর্যায়ে উদ্বোধনী ও আইডিয়া শোকেসিং চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৮০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রামেবি স্থাপনের জমির দখল বুঝে পেল কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে হোটেল ও রেস্তোরা পরিদর্শনে রাসিকের স্যানিটারী পরিদর্শকগণ মশা নিয়ন্ত্রণে রাজশাহী সিটি কর্পোরেশনের টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী আটক রাজশাহীতে নামিদামি ব্যান্ডের নামে নকল প্রসাধনীর কারবার, একজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের দোয়া ও ইফতার

ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৬৪ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ বুধবার সকাল ১০ টায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে সারাদেশের উপকারভোগী পরিবারগুলোর নিকট জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। ওই অনুষ্ঠান থেকে এই জেলাকে ক শ্রেণিভুক্ত ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন তিনি। ইতোপর্বে এই জেলার শিবগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। এদিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৭৫ টি, গোমস্তাপুর উপজেলার ৭৫টি এবং নাচোল উপজেলার ৮০ টিসহ মোট ২৩০টি বরাদ্দপ্রাপ্ত গৃহ উপকারভোগী পরিবারের অনুকূলে হস্তান্তর করা হবে।
মুজিববর্ষ উপলক্ষে এ জেলার পাঁচটি উপজেলায় ১ম পর্যায়ে ১৩১৯ টি, ২য় পর্যায়ে ২৬১৯ টি, ৩য় পর্যায়ে ৬৫১ টি গৃহ ক শ্রেণির পরিবারগুলোকে হস্তান্তর করা হয়। ৪র্থ পর্যায়ে ২৩০ টিসহ মোট ৪৮১৯ টি গৃহ পাচ্ছে ৪৮১৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। উপকারভোগী পরিবারের অনুকূলে ২ শতাংশ করে সরকারি খাস জমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে এবং কবুলিয়ত ও নামজারি প্রক্রিয়া সম্পাদন করা হয়েছে।
ইতোমধ্যে গত ২০২২ সালের ২১ জুলাই অনুষ্ঠিত উপকারভোগী পরিবারের নিকট জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ের ২য় ধাপে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়। জেলা প্রশাসনের রাজস্ব শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রটি আরো জানায়, ১ম, ২য়, ৩য় ও ৪র্থ ধাপে চাঁপাইনবাবগঞ্জ সদর ৭৮৪টি, শিবগঞ্জ উপজেলায় ১১৮৮টি, গোমস্তাপুর উপজেলায় ৭৩৩, নাচোল উপজেলায় ৯৯৬ টি ও ভোলাহাট উপজেলায় ১১১৮ টিসহ ‘ক’ শ্রেণিভুক্ত ৪ হাজার ৮১৯টি গৃহের নির্মাণ কার্যক্রম প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা ও পরিপত্র যথাযথভাবে অনুসরণ করে নির্মাণ করা হয়েছে।
পাঁচ উপজেলা নির্বাহী অফিসারগণের নিকট হতে প্রাপ্ত প্রস্তাবপত্র, উপজেলা টাস্কফোর্স কমিটি ও যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক ক শ্রেণিভুক্ত পুনর্বাসনযোগ্য আর কোন পরিবার না থাকায় এই জেলাকে ক শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা করবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান খাঁন এইসব তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com