বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনের সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস। গত সোমবার সন্ধ্যায় ভোলাহাট প্রেস ক্লাবে সাপ্তাহিক জনকল্যাণ সংবাদ এ সভার আয়োজন করে।
ভোলাহাট প্রেস ক্লাব সভাপতি মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গোলাম মোস্তÍফা বিশ্বাস নিজের শৈশব, ছাত্রজীবন, রাজনৈতিক ও ২০১৪-২০১৮ মেয়াদে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালীন ভোলাহাট, গোমস্তাপুর এবং নাচোল উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরেন।
গোলাম মোস্তফা বিশ্বাস বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ নির্বাচনী এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, ৪ তলা ভবন নির্মাণ, রাাস্তাঘাট নির্মাণ, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, চিকিৎসাসহ বিভিন্ন শ্রেণি-পেশা মানুষের ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। সেই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করে ৩ উপজেলায় নেতাকর্মীদের নিয়ে দিন-রাত কাজ করেছি এবং করে যাচ্ছি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চায়বেন বলে জানান। তিনি বলেন, দল মনোনয়ন দিলেই তবে নির্বাচন করবেন। না দিলে নৌকার পক্ষে কাজ করবেন।
এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রাব্বুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আফরাজুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আহমেদ বিশ্বাস, আওয়ামী লীগ নেত্রী ও জেলা পরিষদ সদস্য মোসা. হোসনে আরা পাখি, উপজেলা যুবলীগের সভাপতি মো. রেজাউল করিম বাবলু, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোসা. শাহাজাদী বিশ্বাস, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. মোস্তফা কামাল বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রিফাত হোসেন টুইংকেলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।