নিজস্ব প্রতিবেদকঃ প্রথম আলোর জৈষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘন্টা আটকিয়ে রেখে হেনস্তা, থানায় সোপর্দ, মামলা দায়ের, সারা রাত থানায় রাখা, আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন, জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সোনামসজিদ স্থলবন্দর প্রেসক্লাব। সোনামসজিদ স্থলবন্দর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু, সাধারণ সম্পাদক সাখাওয়াত জামিল দোলন, সহ-সভাপতি সেতাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক প্রভাষক এস এম শামসুজ্জোহা, দপ্তর ও প্রচার সম্পাদক ডিএম কপোত নবী, বন্দর বিষয়ক সম্পাদক রাজিবুল ইসলাম জীবন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসান আলি ডলার, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফেরদৌস সিহানুক শান্ত, তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাদিম হোসেন, নির্বাহী সদস্য শাহাদাত শাহরিয়ার, নাসিম আলি ও জামিল হোসেন এক বিবৃতির মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে সভাপতি সাংবাদিক ফয়সাল আজম অপু বলিষ্ঠ কন্ঠে বলেন, সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগনের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে সাংবাদিক রোজিনা ইসলাম কাজ করছেন। তিনি তার প্রতিবেদনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দূর্নীতি অনিয়মের তথ্য তুলে এনেছেন বলেই তাকে আজ এভাবে হেনস্তা করা হয়েছে। হেনস্তা করেই তারা ক্ষ্যান্ত হননি, মামলা দিয়ে অন্যায় ভাবে জেলে পাঠিয়েছে। তিনি আরও বলেন, আমরা সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন করবো। সংবাদ বর্জন করবো, দাবি না মানলে প্রয়োজনে রাস্তা অবরোধ করতে বাধ্য হবো।